প্রোক্রাসটিনেশানে আমরা অনেকেই ভুগি। সেখান থেকেই ব্যহত হয় টাইম ম্যানেজমেন্ট। এই বইটা মূলত টাইম ম্যানেজমেন্টের বাঁধা দূর করে যেনো সুন্দর ভাবে জীবন আগানো যায়। সেটা নিয়েই লেখা। দুনিয়ার বেস্ট সেলার অনেক বইয়ের সাহায্য নেয়া হয়েছে যেটা ভূমিকাতে বলা আছে। কিন্তু বই আকারে আনার সময় বাংলাদেশের সমাজ ও ধর্মীয় কালচালকে সামনে রেখে লেখা হয়েছে।
Good
Read all reviews on the Boitoi app