গভীর অন্ধকার রাতে সাগরে ডুবে মরার সময় বাঁচার জন্য একটা প্রমিজ করেছিলো তুমুল জনপ্রিয় এক রকস্টার।বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু সেই মুহূর্ত থেকে বদলে যায় তার জীবন, নিজেকে তার মৃত মনে হয়।সে জানে না, এখন কীভাবে রক্ষা করবে তার প্রতিজ্ঞা। সেটা জানার জন্য সে পথে নামে।পথ খোঁজার জন্য যারা পথে নামে, তারা আসলে পথ তৈরি করে। আর বাকিরা সেটা অনুসরণ করে। তাই মানবজাতির শ্রেষ্ঠ পাঠশালার নাম— ভ্রমণ।ভ্রমণের মধ্যেই সে খুঁজে পায় একজন ইমামকে। তিনি তাকে জানিয়েছিলেন কীভাবে পূরণ করতে হয় প্রতিজ্ঞা।আর জানিয়েছিলেন— ভঙ্গুর জীবনে বিচ্ছেদই সত্য। The fiction based on fact.
এক কথায় বলতে গেলে " mesmerizing" অনেকজন প্রিয় মানুষদের কথা মনে পড়েছে ১. সমুদ্রে ডুবে যাওয়া- ইউসুফ ইসলাম ( Cat Stevens) 2. আযান দেয়া- শুহাদা সাদাকাত ( Sinead O' Connor) 3.পার্টি অফ জাস্টিস- ইমরান খানের তেহেরিক ইনসাফ লেখকের কলম ইনশাআল্লাহ বারাকাময়। আল্লাহ আরো বারাকাহ দান করুন। বইটির ইংরেজী অনুবাদ আশা করছি, দেশের বাইরে বড় হওয়া প্রজন্ম বাংলা পড়তে পারে না, আমি চাই এই বই আমার বাচ্চারা,তাদের বাচ্চারা,সবাই পড়ুক, মূলধারার ইসলামের সাথে জাতিগত ভাবে যোগসূত্র খুঁজে পাক।
Read all reviews on the Boitoi app