ডাইনিং টেবিলে কোর্মার তরকারি দেখেই মেজাজ গরম হয়ে গেল ফাহাদের। তার অপছন্দের তরকারি কেন রান্না করা হয়েছে; এই নিয়ে প্রায়ই স্ত্রী মিমির সাথে চলে বাকবিতণ্ডা। একই হাতের রান্না খেতে খেতে বিস্বাদ লাগে এখন ঘরের খাবার। সারাদিন পড়ে পড়ে ঘুমোনো ছাড়া আর কিছু কি পারে তার স্ত্রী? ওদিকে বিয়ের পর থেকে স্বাদ-আহ্লাদ বলতে কিছু অবশিষ্ট নেই মিমির। যেন বিয়ে হয়েছে বলে কিংবা মা হয়ে গেছে বলে সংসারে তার কোনো পছন্দ-অপছন্দ থাকতে নেই! বিয়ের এগার বছর পর মিমিরও তো ইচ্ছে করে একটু নিজের যত্ন নিতে, নিজের শখ পূরণ করতে। কিন্তু তার স্বামী তাকে সামান্য হাতখরচ টুকুও দিতে নারাজ! এভাবে কি জীবন কাটানো যায়?
“হাউজওয়াইফ গল্পটি ভালো লেগেছে। আসলে শুধু হাউজওয়াইফ নয়—যে পুরুষ সম্মান করতে জানে না, সে চাকরিজীবী স্ত্রীকেও অসম্মান করে, আর সুখ খোঁজে অন্য কোথাও। তবে পার্থক্য হলো, এই নারীরা এক সময় স্বামীর সঙ্গে সব লেনদেন বন্ধ করে দেয়, নিজের ওপর বিনিয়োগ করে, নিজের জায়গা তৈরি করে। আর নষ্ট পুরুষ, তারা সবসময়ই নষ্টই থাকে।”
Read all reviews on the Boitoi app
হাউজওয়াইফ গল্পটা ভাল লেগেছে।
শেষ করলাম হাউজ ওয়াইফ। খুব ভালো লেগেছে। লেখকের জন্য অনেক অনেক শুভকামনা।
আমাদের সময়ের দুর্দান্ত এক লেখকের লেখা এতকাল ধরে মিস করে গেছি আমি দুর্ভাগা। ঘর-গেরস্থালির সাধারণ একটা গল্পকে কেমন করে অসাধারণ করে তোলা যায়, তার নমুনা বইয়ের নামগল্পটি। 'চিহ্ন' পড়তে গিয়ে পয়েন্ট অফ ভিউয়ের সুনিপুণ কাজ লক্ষ করলাম। দীর্ঘদিন ধরে মিরপুর আছি। ফলে দুটো গল্পই আমার কাছে ভীষণভাবে রিলেটেবল লেগেছে। লেখকের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
দুটো গল্পই অপূর্ব, গতিময়। লেখিকার পোস্টে দেখলাম নতুন ই-বুক। ঘুমের ঘন মেঘে ডুবে যাচ্ছিলাম। এর মধ্যে বইটইয়ে ঢুকে কিনে ফেললাম। একটু পড়ুন অংশেও এতটুকু চোখ না বুলিয়েই চুম্বক আকর্ষণে পড়তে শুরু করলাম। এত সুন্দর, এত তুখোড়, খাপেখাপে মেলানো কথার ফুলঝুরি তে ১ম গল্পটা পুরো শেষ করে ২য় টা শুরু, এবং শেষ। সব মিলিয়ে একটা সুন্দর বিকেল কাটিয়ে দিলাম। ১ম গল্প নিয়ে বলি;- সত্যিই সম্পর্কের মূল্যায়ন করতে জানতে হয়। আর এক পক্ষের অবহেলায় অন্য পক্ষের ঠিকই অভূতপূর্ব পরিবর্তন হয় যা হয়তো ভবিতব্যই থাকে! আর আফসোস লাগে এই সব ছন্নছাড়াদের জন্য। বলতে ইচ্ছে হয়, ভাগ্যিস অবহেলা করেছিলে, তাই আজ ছুঁতে পেরেছি আকাশ! দ্বিতীয় গল্পটার সাসপেন্স টাও অসাধারণ সুন্দর! থ্যাংক ইউ, সুস্মিতা, অপূর্ব সুন্দর দুটো গল্প উপহার দিয়েছেন। ❤️💜💙