গল্পের বিষয় নির্বাচন, ঘটনা বর্ণন ও বিন্যাস, আর উপস্থাপন শৈলী; যে কোন আঙ্গিকেই একটি গল্পকে রসঘন করে তুলতে তাহমিনা শিল্পী নিজেকে ইতোমধ্যেই তাঁর পাঠকের কাছে গ্রহণীয় করে তুলেছেন। সব শ্রেণির পাঠকই একবার তাঁর গল্পে ঢুকলে শেষ না করে বেরুতে পারেন না। এরই মধ্যে প্রকাশিত হয়েছে তাঁর তিনটি গল্পগ্রন্থ। তিন গ্রন্থেই শিল্পী তাঁর পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়াও তাঁর ছোটদের জন্য লেখা গল্পগ্রন্থ চতুষ্টয়, গল্পকার হিসাবে তাঁকে বাড়তি দ্যুতি দিয়েছে। সঙ্গত কারণেই শিল্পীর নতুন গল্পগ্রন্থ ‘লাল লিপস্টিক’ নিয়ে পাঠকের আগ্রহ থাকবে, তা সহজেই বলে দেয়া যায়। তাঁর এবারের গল্পগ্রন্থে চৌদ্দটি ছোটগল্প সংকলিত হয়েছে। আশা করা যায় গ্রন্থভুক্ত গল্পগুলো পাঠকের কাছে স্বাদ বিবেচনায় বৈচিত্র্য ও স্বাতন্ত্র্যের দুয়ার খুলে দেবে। আমরা যদি তাঁর এবারের গল্পগ্রন্থের গল্পগুলো পাঠ করি, সহজেই তাঁর পূর্ণতা প্রাপ্তির বিষয়ে নিশ্চিত হতে পারবো। আমার বিশ্বাস তাহমিনা শিল্পী’র এই গ্রন্থের প্রথম গল্পটি পড়লেই একজন পাঠক বাকি গল্পগুলো পড়তে আগ্রহ বোধ করবেন। শিল্পীর জন্য শুভকামনা।