এই পৃথিবীতে সবাই নিজে ধনী হতে চায় বা হয়। যেচে অপরকেও ধনী বানানোর চেষ্টা করে যাওয়া বা করে, এমন লোকের দেখা পাওয়া জগতে খুবই কম বা নেই বললেই চলে! ঠিক এমন কাজই করেছেন বিশ্বসেরা দুই ক্ষমতাবান ও ধনবান ব্যক্তি। এরা হলেন: ডোনাল্ড জে. ট্রাম্প (আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট) ও রবার্ট টি. কিয়োসাকি দুজনেই আমেরিকার (রিয়েল এস্টেট ব্যবসায়ি, ধনকুবের, খ্যাতিসম্পন্ন লেখক ও বক্তা) আর যে বইটিতে তাঁরা পাঠকদের উদ্দেশ্যে বলেছেন, তাঁরা চান, আপনিও ধনবান হউন। আর তা কীভাবে এবং কোন পথে, আর সেজন্য আপনার নিজেকে কী রূপে গঠন করতে হবে, তাও বলেছেন এবং পথ দেখিয়েছেন।