ভালোবাসার ভূমিকা হয় না। ভালোবাসা স্বার্থ বোঝে না, শর্ত খোঁজে না। ভালোবাসা ছায়া হয়ে মিশে থাকে জীবনের প্রতিটি মুহূর্তে। শুরু থেকে শেষ দারুণ আবেশ জুড়ে থাকে প্রাণ মন, মানুষ ভালোবাসে যখন নিজেকে হারিয়ে খোঁজে অন্য একটি মন। ভালোবাসার কোনো শেষ থাকে না, থাকতে নেই। ভালোবাসা প্রবাহমান অনাদিকাল পর্যন্ত। তাই নিঝুম রবির ভালোবাসা ভূমিকাহীন রয়ে যাক, বয়ে যাক নদীর মতো অবিরত আপন ঠিকানায়।