IELTS পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে রাইটিং টাস্ক-২ এর স্যাম্পল নিয়ে ঘাটাঘাটি করা বেশ গুরুত্বপূর্ণ। এতে যেমন রাইটিং শিখা যায়, তেমনি রিডিং কমপ্রিহেনশনও উন্নত হয়। কিন্তু বাজারে যেসব স্যাম্পল রাইটিং আছে, তা সব উন্নত নয়। আর ঠিক একারণেই আমি চিন্তা করলাম ChatGPT এর সাহায্যে এই বিষয়ে একটা বই প্রস্তুত করে ফেলা যায়। তা এখন আপনাদের সামনে উপস্থিত। লেখাগুলো নির্ভুল এবং ChatGPT এর মানদণ্ড অনুযায়ী Band-8 পাওয়ার যোগ্য। তাহলে আর দেরি কেন? এখনই পড়া শুরু করুন: IELTS Writing Task-2 Band-8 Level 60 Samples.