সুন্দর ফুটফুটে কিশোরী তাথৈ। ফেরি টেইল এর মতো জীবনে হুট করে নেমে এলো উদয় নামাক ঝড়, ব্ল্যাকমেইল করতে করতে অতিষ্ঠ করে তুলেছে তাথৈয়ের জীবন, এক পর্যায় তাথৈ সব ছেড়ে এক প্রকার মেনে নিলো অত্যাচার উদয়ের, কিন্তু ধীরে ধীরে যেন সে তার ভিতরের তাথৈকে হারিয়ে ফেলেছে, কি হবে এবার তাথৈ কি করবে? উদয় থেকে বাঁচতে আইনি পথ নিবে? নাকি পালিয়ে যাবে এই সব কিছু ফেলে, তবে কথা হচ্ছে উদয় সে কি করবে?