মিষ্টি-মধুর সকাল বেলা। সূর্যের আলোর রঙিন হাসি ছড়িয়ে পড়েছে চারিদিকে। চোখে রোদ লাগতেই আরতি বিছানা ছেড়ে ওঠে। জানালাটা খুলে দেয়। একরাশ কনকনে হাওয়া ঘরে ঢোকে। জানালার পাশে দাঁড়িয়ে দেখে রঙ-বেরঙের ফুলের মেলা বসেছে। ফুলবাগানে রঙিন প্রজাপতিরা ওড়াওড়ি করছে। গাছের ডালে এক জোড়া কাক বসে আছে। আনন্দের হাসি ওদের চোখে-মুখে। এমন সময় আরতি কাঁধে নরম হাতের স্পর্শ পেয়ে ঘুরে দাঁড়ায়। দেখে মা দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, 'কী রে আরতি, কী ভাবছিস?' 'প্রকৃতির অপরূপ রূপ দেখছি, মা। কী মিষ্টি-মধুর তাই না?' 'হ্যাঁ, আরতি।' পাশ থেকে মিউ মিউ শব্দ আসে। আরতি তাকায় সেদিকে। আদরের পুষি লেজ দুলিয়ে দুলিয়ে ডাকছে। আদর করে কোলে তুলে নেয় সে। বিছানায় নিয়ে বসিয়ে আদর করে হাত বুলায়। মা আবার ডাকেন, 'আরতি নাস্তা করতে আয়, মা।'