শুভদৃষ্টি গল্পটি প্রত্যুষ এবং অর্পার সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রত্যুষ রায় বংশের ছেলে হওয়া সত্বেও ভালোবাসার মানুষ কে পাওয়ার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। অবশেষে সে সফলও হয়। অর্পার সাথে সারাজীবনের জন্য সাত পাকে বাঁধা পড়ে। বাহুডোরে জরিয়ে নেই অর্পাকে। ভালোবাসা মানেই কাছে আসা, সম্পর্কে সুমধুর করে একান্তই নিজের করে পাওয়া। আশা করি গল্পটি পাঠকের হৃদয় কে স্পর্শ করবে।