যারা লোকদের নিকট আল্লাহর প্রতি দাওয়াতের দায়িত্ব পালন করে, তারা কখনো এমন হতে পারে না যে, তারা গভীর জলে ডুবতে থাকা মানুষকে দেখবে কিন্তু তাকে উদ্ধার করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। তারা এতটা অমানবিক হতে পারে না যে, পথ হারিয়ে দিশেহারা হয়ে কাউকে পথে বসে থাকতে দেখে তারা তাকে উপেক্ষা করে চলে আসবে। মৃত্যুর পূর্বে কর্মের ছাপ রেখে যাওয়া বিয়য়ে লিখিত এই বইটি।