নীরা হাঁটছে উদ্দেশ্যহীন। ব্যাগ থেকে কদম ফুলগুলো বের করে ছুঁড়ে দেয় দূরে কোথাও। চোখের জলে বাঁধ নেই- নেই সংকোচের আড়াল। কদম ফুল হাতে প্রিয়জনকে নাকি প্রথমবার ভালোবাসার কথা বলতে নেই। ওই গৌরব গোলাপ বা অন্য কোন ফুলের। কিন্তু কদম নয়। তাতে নাকি প্রেমের গল্পটা বিচ্ছেদের হয়। অভিই বলেছিল সে কথা।