চার বন্ধু দাঁড়িয়ে আছে পরস্পরের সঙ্গে মিশে পাতালের কোনো এক গোপন কক্ষে। যেখানে শত বছর আগে কেউ একজন শয়তানের সাধনা করত। অশুভ শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে ক্ষমতাধর করে তুলতে দিনরাত চলত এই গোপন কক্ষে তার সাধনা। মন্দিরে বেদীর উপর ভরা পূর্ণিমার রাতে দেওয়া হত নরবলি। আর সেই নরমÐু নিয়ে আসা হত গোপন আস্তানার এই কক্ষে। কক্ষের উচু বেদীর মতোন জায়গাটার চারপাশে পড়ে আছে মানুষের মাথার খুলি। ছোট-বড় নানা রকমের। সাজিয়ে রাখা হয়েছে। একটা একটা করে! ওটার ভেতরেই কী যেন তাকিয়ে আছে জ্বল জ্বল চোখে!