শরীয়াহ থাকলে বেশিরভাগ সমস্যার উদ্ভবই হতো না। আর যেগুলো থাকতো, সেগুলোর সমাধানও হয়ে যেতো ইনশাআল্লাহ। আজ আমরা সমস্যার ঘূর্ণিপাকে ঘুরপাক খাচ্ছি কেবল, কিন্তু সমাধানের রাহা আর মিলছে না। মিলবে কীভাবে, বলুন? শরীয়াহ যে আবশ্যক, এর যে কোনো বিকল্প নেই এই বিষয়টিই তো আজ আমাদের চেতনায় অনুপস্থিত। শরীয়ত যে আমাদের সব প্রয়োজনের বড় প্রয়োজন, এই বোধটুকুই তো আজ আমরা হারিয়ে ফেলেছি। তাই ফলাফলও যা হবার তা-ই হচ্ছে। এই বিপর্যয়কর সময়ে যে বইটি শরীয়াহর আবশ্যকতা ও অপরিহার্যতা নিয়ে আপনাকে আবারো জাগ্রত করে তুলতে পারে তার নাম "অপরিহার্য শরীয়াহ"। শরীয়াহর অপরিহার্যতা নিয়ে এ এক মাস্টারপিস! এই বইটি বিভিন্ন আঙ্গিকে যেমন জানিয়ে দেবে শরীয়াহর আবশ্যকতা, ঠিক তেমনি নিরসন করবে শরীয়াহ প্রতিষ্ঠা কেন্দ্রিক বেশ কিছু ভুল ধারণা ও সংশয়েরও।