রাতের ঘটনার পর বাবার খুব মন খারাপ। শিক্ষিত ছেলের এরকম আচরণ কোনো বাবা-মা'রই কাম্য নয়। জানাজানির পর সমস্ত এলাকায় এটি একটি চাঞ্চল্যকর ঘটনা বলে আলোচনা হচ্ছে। মনে হয় আজ পর্যন্ত এই গ্রামে এরকম ঘটনা একবারই ঘটেছে। গ্রাম তো দূরের কথা, সারাদেশেও এরকম ঘটনা আর কখনো ঘটেছে কি না সেটাও অজানা। মানুষ ছি ছি করছে। একে তো গ্রামের মানুষ, তার উপর সবাই ধর্মপ্রাণ। কেউ কেউ একধাপ এগিয়ে এসে সিফাতকে নাস্তিক বলে ঘোষণা দিচ্ছে। যুক্তি দেখাচ্ছে- নাস্তিক না হলে মসজিদে মরার খাটে কেউ ঘুমাতে যায়!