বইটি আপনার কোম্পানির গল্প বলার জন্য রচিত না। সেরকম কোনো বই মানেই সময়ের অপচয়। সাধারণত আপনার গল্পে ক্রেতাদের কোনো আগ্রহ থাকে না; তাদের আগ্রহ থাকে নিজেদের গল্পে। গল্পটির নায়ক হওয়া উচিত ক্রেতাদের, আপনার পণ্য নয়। বিস্ময়করভাবে প্রতিটি সফল কোম্পানিই এ গোপন রহস্যটা বুঝতে পারে। নিচে দেওয়া সাত স্তরের কাঠামো আপনার ব্যাবসা নিয়ে কথা বলার পদ্ধতি এবং সম্ভবত আপনার ব্যাবসা করার ধরনই বদলে দেবে। প্রতিবছর আমরা তিন হাজারেরও বেশিরভাগ কোম্পানিকে মার্কেটিংয়ে তাদের টাকা অপচয় বন্ধ করতে সাহায্য করি এবং তাদের ব্যাবসার প্রসারের জন্য তাদের খবর মানুষের কাছে বোধগম্য করে পৌঁছাতে সাহায্য করি। আপনার ব্যাবসা যেটাই হোক না কেন এই কাঠামো তার জন্য উপযুক্ত। এই বইটি থেকে সর্বোচ্চ সুফল পেতে হলে আমি তিনটি কাজ করার জন্য উৎসাহিত করবো: ১. বইটি পড়ে SB7 কাঠামোটি বুঝুন। ২. এই কাঠামো দিয়ে নিজের বার্তাটি ফিল্টার করুন। ৩. নিজের বার্তাগুলো সহজবোধ্য করুন যেন বেশিরভাগ ক্রেতা তা শুনে। প্রচারের ধরন এখন বদলে গেছে। তাদের ব্যাবসারই প্রসার হয় যারা তাদের ক্রেতাদের একটি বীরত্বের গল্পে আমন্ত্রণ জানায়। যে ব্যাবসাগুলো এমনটা করে না তারা কখনো স্মরণীয় হতে পারে না। নিজেদের গল্পের চেয়ে ক্রেতাদের গল্পে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আমরা সকলে যেন বিপুলভাবে লাভবান হতে পারি।