' ইরফান ! হোয়্যার আর ইউ জুমি ? প্লিজ কাম ব্যাক ! ' ফ্যাঁসফেসে আর নিস্তেজ গলায় কথাগুলো বলে কিছুক্ষন চোখ মুদে রইল মেয়েটা। একটু পর চোখ মেলে শান্ত সমাহিত দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা আরাফাতকে দেখল। আরাফাত এবার এগিয়ে এসে পাশে বসল। ওর হাতটা ধরতে গিয়েও রয়ে গেল। পরে দ্বিধা কাটিয়ে নিজের ডান হাতের মুঠোয় পুরে ফেলল খানসার হাতটা। হাসিমুখে বলার চেষ্টা করল , ' আমাকে মনে পড়ে খানসা ! ভাল করে দেখে বল তো আমি কে ! ' খানসার চেহারায় একই সাথে বিস্ময় আর বিভ্রান্তি। হাতটা টেনে সরিয়ে নিতে চাইল একবার। সামান্য হাসল। হাসিতে রাজ্যের ক্লান্তি। বলল, ' আ..আপনি ! ' আপনাকে চিনেছি। আপনি দিয়াপির ভাই। আমাদের ল্যান্ডলর্ড।' ' বাহ্, এই তো মনে করতে পেরেছে।' ঢোক গিলতে কষ্ট হচ্ছে আরাফাতের। মুখের হাসি ধরে রেখে বলল , ' তবে আমি তোমাকে আরেকটু মনে করিয়ে দেই, আমি তোমার ল্যান্ডলর্ড হবার পাশাপাশি তোমার একজন ভাল বন্ধুও। তোমার খুব কাছের মানুষ। মনে পড়ে ! ' খানসার হাসিতে চিড় ধরল। মুখ শুকনো করে বলল, 'যতদুর মনে পড়ে, আপনার সাথে আমার কোন বন্ধুত্ব ছিলো না, ওটা ছিলো ইরফানের সাথে। ও আপনাকে খুব পছন্দ করত। আপনার সম্পর্কে খুব ভাল বলত। ও বলত, আপনি ওর ভাই এবং আপনি অসম্ভব ভাল একজন মানুষ। ' আবেগহীন যান্ত্রিক সুরে তথ্য পেশ করল খানসা। প্রিয়তমা স্ত্রীর মুখে নিজের সম্পর্কে একরাশ ভাল তথ্য জানার পরও আরাফাতের চেহারায় আনন্দের বদলে বেদনা ফুটে উঠল। কপালের নীলচে শিরাটার ফুলে উঠে ওর মনোঃকষ্টেরই জানান দিচ্ছে। খানসা ওকে স্বামী বলে আর চিনতে পারছে না। আরাফাত জানেনা সামনে কী হবে ! ওদের ছোট্ট সোনামনিটার কী হবে।
অসাধারণ।আরাফ আর খানসা আমার সবচেয়ে বেশি পছন্দের।অনেক ভালো লেগেছে উপন্যাস টা পড়ে।❤️
Read all reviews on the Boitoi app
মোর্শেদা হোসেন রুবির লেখা সবসময় ভাল লাগে। এটাও ভাল ছিল। তবে এই গল্পে খানসা কে মাঝেমধ্যে খুব বিরক্তিকর লেগেছে।খানসার চরিত্র টাই হয় তো এরকম ফুটিয়ে তুলতে চেয়েছেন ।
আবারও সময়ের গণ্ডগোল! প্রথম চ্যাপ্টার এ বলা হলো 5 বছর দ্বিতীয় চ্যাপ্টার এ গিয়ে তা হয়ে গেলো 3 বছর! এমন হুট করে দ্বিতীয় চ্যাপ্টার শুরু করা হয়েছে আর হুট করেই হাসপাতাল এর দৃশ্য শুরু হয়েছে যে প্রথম চ্যাপ্টার এর সাথে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা বোঝাই যাচ্ছে না! বৈরীপ্রিয়া তেও... এমন হুট করে ইরফান কে মৃত দেখানো হলো... কিভাবে কেনো... অনেক সময় লেগেছিল বুঝতে। মনে হচ্ছিল ইরফান কে দৃশ্যপট থেকে সরানোর খুব তাড়া ছিল লেখিকার। আপনার লেখা অবশ্যই ভালো..... তবে আশা করবো এই ত্রুটি গুলো দূর করবেন। কারণ কনফিউশন পড়ার মজা নষ্ট করে দেয়।