তপু বহু আগেই জোসনাকে ত্যাগ করেছিল। জোসনাকে ধোঁকা দিয়ে তপু সোনিয়াকে বিয়েও করেছিল। তাহলে অসুস্থ তপুর বিছানায় জোসনা কী করছে? তপুর বিয়ে করা বউ সোনিয়াই বা কোথায় গেছে? রাসেলই বা কোথায়? সোনিয়ার সাথে রাসেলের কী সম্পর্ক? রাসেল কেন সোনিয়াকে লাইগেশন করাতে নিয়ে গেছে? দিন শেষে পাপ-পূণ্যের হিসেবে কে হল অপরাধী- তপু, সোনিয়া, জোসনা নাকি রাসেল? জানতে হলে পড়ুন ‘পরকীয়া’।