কর্মচঞ্চল বিশ্ব। নিত্যই নতুন। নিরন্তর তার গতি। আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে তার সাথে। জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য এবং আধুনিকতায় অগ্রসর পৃথিবীতে নিজেকে যোগ্যতম প্রতিষ্ঠিত করার প্রাণান্তর প্রচেষ্টা সবার মধ্যে। কিন্তু কীভাবে? দক্ষতা, যোগ্যতা, আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সাজাতে হবে নিজেকে। এ জন্য সর্বপ্রথম এবং সর্বপ্রধান Requirement হলো ইংরেজিতে পারদর্শিতা। তাই ইংরেজি শেখার প্রতি মানুষের প্রবল আগ্রহ দিন দিন বেড়েই চলছে উৎসাহব্যঞ্জক হারে। কিন্তু অদম্য ইচ্ছা থাকা সত্বেও সফল হচ্ছেন হাতে গোনা গুটি কয়েক মানুষ। কিন্তু কেন এই অবস্থা? আমি দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে চেষ্টা করেছি এ সমস্যাগুলো চিহ্নিত করতে এবং এ সমস্যাগুলোর কিছু সমাধান পাঠকদের হাতে তুলে ধরতে আমার লেখা Tense দিয়ে ইংলিশের পোস্ট মর্টাম বইটি এরই ফসল। আমি এ বইয়ের প্রতিটি বিষয়কে সঠিকভাবে, প্রাঞ্জল ভাষায়, সহজবোধ্য করে পাঠকদের কাছে উপস্থাপন করতে চেষ্টা করেছি। পাঠক-পাঠিকাবৃন্দ বইটি পড়ে উপকৃত হবেন বলে আমি দৃঢ় আশাবাদী।