যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপর একটা অজ্ঞাত লাশ পাওয়া গেছে। লাশটা কি হত্যা নাকি অপমৃত্যু এটার তদন্তের দায়িত্ব পড়ে এসআই আজাদের উপর। সে সিসিটিভি ফুটেজে দেখে একটা সাদা রঙের লেগুনা থেকে লোকটিকে ফেলে দেওয়া হচ্ছে। গাড়ির নাম নাম্বার সবকিছুই অস্পষ্ট। শুধু লেগুনার পেছনের পাদানি যেখানে পা দিয়ে যাত্রী উঠা নামা করে সেই জায়গায় লাল রঙের। এই লাল রংকে পুঁজি করে এসআই আজাদ তদন্ত শুরু করলেন। শেষ পর্যন্ত খুনের রহস্য ও আসামিদের গ্রেফতার করতে সক্ষম হলেন। কিভাবে এই খুনের রহস্য উন্মোচন করলেন তা জানতে পড়তে হবে লেগুনা নাম্বার ৭২৮ গল্পটি।