বাণীযোগী শব্দটি একটি তাৎপর্যপূর্ণ শব্দ। এখানে দুটি শব্দ রয়েছে। বাণী শব্দের অর্থ কথা, যোগী শব্দের অর্থ সম্প্রদায়। হিন্দুধর্মের মধ্যে অনেক সম্প্রদায় রয়েছে। এদের মধ্যে যোগী বা নাথ অন্যতম একটি সম্প্রদায়। যোগনাথ থেকে যোগী শব্দটির উৎপত্তি। যোগ সাধনা তাদের প্রধান ধর্মীয় কাজ বলে তাদের যোগী বলা হয়। এরা উচ্চতর ব্রাহ্মণ। তেরোশো শতাব্দিতে এর উদ্ভব হয়। এই ধর্মের উদ্ভাবক মিননাথ। তিনি নাথ বা যোগী সম্প্রদায়ের প্রথম গুরু ছিলেন। বাংলাদেশের বরিশাল জেলায় যার জন্ম। অন্যান্য সম্প্রদায়ের সাথে এর সামাজিক প্রথার বিস্তর অমিল রয়েছে। যেমন : মৃতদেহ সমাধি রীতি ও অন্নের পিণ্ড দান, সমগোত্রীয়দের মধ্যে বিবাহ, শালক গ্রানশীলার পূজা, দেবদেবীকে অন্ন প্রদান, শিব পূজা, চণ্ডি পাঠ ইত্যাদি। যোগী সম্প্রদায়ের পুরুষ লোকেরা কানে দুল পরত। প্রাচীন যুগে ও চর্যাপদের ইতিহাস থেকে এ তথ্য পাওয়া যায়। সেই সময় অর্থাৎ ১৯৭০ সাল ও ১৯৭১ সালের দিকে আব্দুলপুরের বাণীযোগী এলাকাটি হিন্দু অধ্যুষিত ছিল। আর নাথ সম্প্রদায়ের লোকের বসবাস বেশি ছিল বলে এলাকাটির নাম বাণীযোগী হয়েছে।