মানবিকতার অপমৃত্যুতে সামাজিক চেতনা ও সংস্কৃতিগত পরিবর্তনের কারণে কিছু মানুষ অসম জীবন কাঠামোর শিকার হয়ে অমানবিক জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। এই অসহনীয় জীবন ব্যবস্থার মুক্তির পথ হল সমতা। নারী ও পুরুষের সমতাই পারে স্বপ্নভঙ্গের খেলা বন্ধ করতে। সামাজিক সচেতনতাই মুক্তির মূলমন্ত্র। আমাদের জীবনধারায় কিছু অসংগতি, কিছু মানুষের অতি উৎসাহে তার প্রতিবেশী বা নির্ভরশীল ব্যক্তিবর্গের উপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের গেঁড়াকলে ধ্বংসপ্রাপ্ত কিছু মানুষের জীবন প্রতিমার রূপ। তাই জীবন হোক সকল অসংগতির উর্ধ্বে।