"আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক শুরু করার আগে আমাকে স্পষ্ট করে একটা কথা বলো তো, প্রিয়ন্তি?" প্রিয়ন্তি জড়তা নিয়ে বলল, "কী কথা?" "তোমারও কী তোমার দিদির মতো অন্য কোথাও রিলেশন আছে?" প্রিয়ন্তি এক মুহূর্তের জন্য থমকে গেল। পায়ের নিচে যেন কিছু শিরশির করছে। মিথ্যে বলবে না সত্যি বলবে, সঠিকভাবে বুঝতে পারছে না প্রিয়ন্তি। ওর বড্ড অস্থির লাগছে। "কী হলো, প্রিয়ন্তি?" প্রিয়ন্তি শুকনো ঢোক গিলল। গলা শুকিয়ে চৌচির। রাতুলের সন্দেহ আরও গাঢ় হলো। বিড়বিড় করে বলল, "বেছে বেছে এই ধরনের মেয়েগুলোই কেন যে আমার ভাগ্যে জুটে!" প্রিয়ন্তি মাথা নিচু করে বলল, "ছিল।" রাতুলের মনটা তিতা বিষে ভরে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, "মানে এখন নেই বলতে চাচ্ছো?" "হ্যাঁ মানে... না মানে..." রাতুল প্রিয়ন্তির এক হাত মুঠো করে ধরল। ভয়ে প্রিয়ন্তির বুক ধুকপুক করছে। পেটের ভেতরে যেন কিছু কামড়ে ধরেছে। গা গুলিয়ে উঠছে। রাতুল চাপা কণ্ঠে বলল, "প্রেমই যখন করতে, আমাকে বিয়ে করলে কেন?"
গল্পটি অসাধারণ হয়েছে। তবে সায়ন্তির কিছু একটা ব্যবস্থা হওয়ার দরকার ছিল। অন্তত সায়ন্তি যে যে দোষ গুলো করেছিল তা সায়ন্তির মা-বাবার সামনে আনা উচিত ছিল বলে মনে হয়। তবে আমার মনে হচ্ছে লেখিকা এই গল্পটির দ্বিতীয় অধ্যায়ও খুব শিগগিরই নিয়ে আসবে এখানে। অপেক্ষায় থাকলাম এই গল্পটির দ্বিতীয় অধ্যায়ের জন্য। ভীষণ ভালো লাগলো।
Read all reviews on the Boitoi app
What happened to shayonti and ronjon? And what kind of cliffhanger is this???
সায়ন্তির শাস্তি কেনো হলো না?? এটা ঠিক না!! গল্প পুরাই লস গেলো মনে হচ্ছে🙂
খুব ভালো
খুব সুন্দর লেগেছে। প্রিয় লেখিকা কে ধন্যবাদ এত সুন্দর গল্প উপহার দেয়ার জন্য💖
গল্পটা আরো বড়ো করা যেতো। সায়ন্তির চরম শাস্তি হওয়া দরকার ছিলো। যা-ই হোক, শেষটা সুন্দর 🤍
Valo legeche. Besh sundor golpo
দিদির লিখার ভক্ত আমি।বরাবরের মতো এই গল্পটাও অনেক সুন্দর হয়েছে।
অনেক ভালো লেগেছে
ঝরঝরে গদ্য কাহিনীর গাঁথুনি চমৎকার