হযরত যয়নাব বিনতে আলী ছিলেন তাঁদের মধ্যে অন্যতম একজন, যিনি সকল মানবিক গুণে স্বকীয় মর্যাদার অধিকারী। অনুকরণীয় ব্যক্তিত্বদের মধ্যে যত জন নারীর নাম দুনিয়া জুড়ে স্মরণীয় তাঁদের শীর্ষস্থান তাঁকেই মানায়, যিনি জ্ঞানে ছিলেন সৃষ্টিশীল, সততায় ছিলেন অনুপম, সচ্চরিত্রে ছিলেন ঈর্ষনীয়, আর ত্যাগের ক্ষেত্রে ছিলেন অনতিক্রম্য। যয়নাব বিনতে আলী ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার পবিত্র আকর্ষণ কেয়ামত পর্যন্ত মানুষের মাঝে সভ্যতার আলো প্রজ্বলিত রাখবে। যিনি তাঁর জীবন ও কর্মের মধ্য দিয়ে নারীদের স্বীয় মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের পন্থা চিহ্নিত করেছেন। তিনি শিখিয়েছেন কিভাবে স্বাধীনচেতা হয়ে সমাজে মাথা উঁচু করে চলতে হয়, মুক্তির সংগ্রামে কিভাবে পুরুষের পাশাপাশি অনন্য অবদান রাখতে হয়।