সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজী ভাষায় ভালোভাবে বলা ও লেখার দক্ষতা অর্জন করতে চাইলে ইংরেজি গ্রামারের বিভিন্ন Part গুলোর সর্বপ্রথম পুঙ্খানুপুঙ্খ ব্যবহার শিখতে হবে। আর এ জন্য Tense, Voice এবং Narration শেখার জন্য আপনাদের যে বিষয়গুলো জানা দরকার তা নিচেধারাবাহিকভাবে আলোচনা করা হলো। Letter (লেটার) বর্ণ : Letter অর্থ বর্ণ। ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে Letter বা বর্ণ বলে। যেমন- বাংলায় অ, আ, ক, খ এবং ইংরেজিতে A, B, C, D, Z ইত্যাদি। ইংরেজিতে A থেকে Z পর্যন্ত ২৬টি Letter বা বর্ণ রয়েছে। এই লেখার বা বর্ণগুলোর সমষ্টিকে Alphabet বা বর্ণমালা বলে। ইংরেজি Letter গুলোকে দুইভাবে লেখা হয়। যেমন- (1) Capital Letter (ক্যাপিটাল লেটার) বড় হাতের অক্ষর (A, B, C, D,……X, Y, Z) (2) Small Letter (স্মল লেটার) ছোট হাতের অক্ষর (a, b, c, d,…… x, y, z)