কথা বলার সুকৌশলে প্রভাব-পূর্ণ কথা বলার ধরণ, শ্রোতাদের প্রভাবিত করার উপায়, অন্যদের প্রভাবিত করার নিয়ম পদ্ধতি প্রভৃতি পৃথক পৃথক ভাবে বর্ণনা করা হয়েছে। কথা বলাটা যেমন একটি বিজ্ঞান তেমনি একটি আর্ট বা কলাও বটে। এই বইয়ে আমি কথাবলার জাদুকরী কৌশল ও প্রভাবশালী শব্দাবলিসহ পৃথিবীর শক্তিশালী নিয়মগুলি আপনাদেরকে বলতে চলেছি। আমার মতে পৃথিবীর যেকোন ব্যক্তিকে একজন সফল বক্তার গুণাবলি ও বৈশিষ্ট্য রপ্ত করার জন্য এখানে বর্ণিত বিশেষত্বগুলো অর্জন করতেই হবে। এখানে আমি শুধু মঞ্চে দাঁড়িয়ে বা কোনো বিশেষ ব্যক্তির সাথে কথা বলার কৌশল ব্যবহারের শিক্ষা দিইনি বরং আপনি প্রতিনিয়ত যেসব ব্যক্তি বা তার্কিকদের মুখোমুখি হন, তাদের সাথেও প্রভাবপূর্ণ কথা বলার শিক্ষা পাবেন। এই বইটির শিক্ষণীয় কৌশল দ্বারা যে কোনো অবস্থায় যে কোনো ব্যক্তির সাথে, মঞ্চে দাঁড়িয়ে এবং কোনো বিশেষ বৈঠকে কথা বলার চমকপ্রদ বিজ্ঞান সম্পর্কে জানতে পারবেন। সফল কথা বলার এই ৬টি শক্তিশালী নিয়মের মাধ্যমে আপনি অপরের সামনে কোনরকম বিবাদ ছাড়াই নিজের বক্তব্য উপস্থাপিত করার পথ খুঁজে পাবেন।