আবেগ ও ভালোবাসা কখনো লিখে শেষ করা যায় না। হৃদয়ের সকল কথা যদি লিখে শেষ করা যেত, তাহলে জীবনটা শুধু একটি ডায়েরির মধ্যেই সীমাবদ্ধ থাকত। যেটা কেউ চাইবে না। তুমিও না, আমিও না, আমরা কেউ না। আমি জানি জীবনটা অতি ক্ষুদ্র। তবুও এই সামান্যতম ক্ষুদ্রই অসামান্য হয়ে যায়। প্রেমের অঞ্জলি মানুষকে স্বর্গের দ্বারে পৌঁছাতে সাহায্য করে। লোকে বলে প্রেম আসে স্বর্গ থেকে। আমি বলি না, প্রেম আসে দু’টি মনের গভীর ভালোবাসা থেকে। আর স্বর্গ? সে তো প্রেমের মাঝেই লুকিয়ে থাকে। প্রেম ছাড়া স্বর্গ কখনো পরিপূর্ণ হতে পারে না। স্বর্গের স্বর্গীয় সুখ পেতে বিশুদ্ধ প্রেমের প্রয়োজন পড়ে। কিন্তু প্রেমে পড়তে স্বর্গের প্রয়োজন হয় না। প্রেমই স্বর্গ গড়ে তোলে। নিশ্চয় একেকটা প্রেম একেকটা স্বর্গের মহল। ভালোবাসতে ভালোবাসা লাগে। প্রেম পেতে প্রেম দিতে প্রেমের প্রয়োজন হয়। হৃদয়ের ভাষা বুঝতেও একটা শান্ত সুন্দর হৃদয়ের বড় প্রয়োজন।