টুপুর খুব দরিদ্র ঘরে জন্মগ্রহণ করে। অভাবের তাড়নায় টুপুরের মা সংসার ছেড়ে চলে যায়। ছোট্ট টুপুর মায়ের রেখে যাওয়া ছোট ভাইটিকে নিয়ে খুব কষ্টে বড় হতে থাকে। এই সময় ছায়া হয়ে আসে বাদল। টুপুর জানতই না লেখাপড়া শিখে বড় হতে হবে। বাদল উপদেশ দিতে থাকে যেন লেখাপড়া চালিয়ে যায়। ছায়ার মতো লেগে থাকা মানুষটি টুপুরকে এগিয়ে নিয়ে যায় অনেক দূরে। একসময় টুপুর বড় হয় ঠিকই, কিন্তু আবার ঝড় হয়ে আসে ক্যান্সার নামক অসুখ। জীবনযুদ্ধে মানুষ কেবল হেরেই যায় না। জিতেও যায়। টুপুরও এ যুদ্ধে জিতে গেল...