মিলি রহমান মা হতে চায়। তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক। একটা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি কারাগারে আছেন। সাধারণ মানুষ মনে করে, মিলি রহমান কয়েদি হলেও তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন নারী। আর মা হতে চাওয়া, একজন নারীর অধিকার। এই অধিকার থেকে কেউ তাকে বঞ্চিত করতে পারে না। যেভাবে হোক নারীকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। এই লক্ষ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ জনগণ জড়ো হয়েছে। প্রত্যেকের হাতে ব্যানার- ফেস্টুন এবং মুখে স্লোগান- ‘এক দফা, এক শর্ত, ফিরিয়ে দাও মাতৃত্ব।’ ‘মা হওয়া অধিকার, রুখবে এমন সাধ্য কার?’ একজন নারীর অধিকার আদায়ের জন্য আজ সাধারণ জনগণ রাজপথে নেমেছে। শেষ পর্যন্ত তারা কি মিলির অধিকার ফিরিয়ে আনতে পারবে? মিলি রহমান কি মা হতে পারবেন?