পঞ্চানন্দ ওরফে পাঁচুকানা মারা যাওয়ার ২৫ বছর পর তার বড়ভাইয়ের ছেলে দেবুর জন্ম। ধীরে ধীরে বেড়ে উঠে প্রাকৃতিক নিয়মে আশ্চর্যরকমভাবেই এক তন্বী তরুণীর প্রেমে পড়ে যায় সে। আর তারপরেই ঘটতে লাগলো নানা ঘটনা। সবার ধারণা পাঁচুকানার ভুত ফিরে এসেছে। আসলেই কি তাই? জানতে হলে পড়তে হবে।