১৯৭১, মুক্তিযুদ্ধের সময়কালীন ও পরবর্তী সময়ে আপামর জন সাধারন কোন না কোন বিভীষিকার মধ্যে দিয়ে দিনযাপন করেছে। শেষ করে গ্রামের সহজসরল মানুষজনেরা। সেই নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে কত শত বিভীষিকাময় দিনরাত্রি যাপন করেছে দেশের মানুষজন তা ধারণার বাইরে। তেমনি কিছু ঘটনা ছোট বড় গল্প আকারে তুলে ধরা হয়েছে সে সময়কার ঘটে যাওয়া অসহনীয় এ রক্তহীম করা গল্প, গল্পগুলো একাত্তরের। আমাদের আজকের যে স্বাধীন বাংলাদেশ তা পেতে কী পরিমাণ ত্যাগ তিতিক্ষার করতে হয়েছে, সেসব জানতে হলে এই প্রজন্মের সবাইকে পড়তে হবে যুদ্ধের ইতিহাস সম্বলিত বই উপন্যাস ও গল্প।