‘আমানতদারিতা’ একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এটি আল্লাহ ও বান্দার যাবতীয় হক ও দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করার নাম। আমানতদারিতা পরিশীলিত জীবনের অপরিহার্য বৈশিষ্ট্য। এটি ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। যে সব অনুপম গুণের কারণে আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব, আমানতদারিতা সেগুলির অন্যতম। আমানতদারিতার সম্পর্ক শুধু আর্থিক লেনদেনের সাথে নয়। বরং এর সম্পর্ক হ’ল ইসলামী শরী‘আতের সকল প্রকার বিধি-নিষেধ পালনের মাধ্যমে সার্বিক জীবনে নিখাদ তাওহীদ প্রতিষ্ঠার সাথে। আমানতদারিতার সোপান বেয়ে বান্দা পূর্ণ ঈমানের সর্বোচ্চ শিখরে উপনীত হ’তে পারে। আমানতদারিতা রক্ষার মাধ্যমেই সৃষ্টি হয় মানবতার চেতনায় উদ্বুদ্ধ একটি আদর্শ সমাজ। আল্লাহর রহমতের ফল্গুধারায় সিক্ত এক শান্তিময় জীবন। ন্যায় ও ইনছাফের আলোয় ভরা এক অনন্য জগত। পরিশেষে ‘হাদীছ ফাউণ্ডেশন’ গবেষণা বিভাগ এবং এর সহযোগী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাদেরকে স্ব স্ব ইখলাছ অনুযায়ী উত্তম জাযা দান করুন! সেই সাথে দীন লেখক ও তার মরহূম পিতা-মাতা, সৎকর্মশীল পরিবারবর্গ ও সন্তান-সন্ততিদের জন্য অত্র লেখনী পরকালীন নাজাতের অসীলা হৌক, এই প্রার্থনা করছি- আমীন!