জ্যামি আর ক্রিস্টি নিজেদের প্রথম বাসায় একসাথে বসবাস শুরু করেছে। ভরপুর আশা নিয়ে। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে ওরা। বিয়ে করে পরিবার শুরু করবে। বিল্ডিংয়ের অন্য বাসিন্দাদেরও বেশ বন্ধুসুলভ মনে হয়েছে। সবাই তাদের সাদরে গ্রহণ করে নিয়েছে। জ্যামি দীর্ঘদিন ধরেই এমন একটা পরিবেশে বসবাস করার স্বপ্ন দেখতো। শুরুতে সব ঠিকটাকই চলছিল। কিন্তু এরপই ঘটতে শুরু করলো অদ্ভূত সব ঘটনা। দোড়গোড়ায় মৃত ইঁদুর পড়ে থাকে। রাত বিরাতে ভয় জাগানিয়া আওয়াজ শুনতে পায় ওরা। জ্যামির সবচেয়ে কাছের বন্ধু ভয়ানক দূর্ঘটনার কবলে পড়ার পর থেকে, এক ঝাঁক ভয় জ্যামি আর ক্রিস্টির পিছু ধাওয়া করছে। যখন জ্যামি আর ক্রিস্টি হতাশার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, জ্যামি সিদ্ধান্ত নিলো রুখে দাড়ানোর—কিন্তু তার কোনো ধারণা নেই কিসের বা কার বিরুদ্ধে লড়তে যাচ্ছে. জ্যামি ও ক্রিস্টি দম্পতির জীবনের মোড় ঘুরে যায় এমনদিকে যা তাদের কল্পনাতেও প্রত্যাশিত ছিল না।