কুরআনের কথা শুনুন। কত সুন্দর আলোচনা করা হয়েছে কুরআনে জ্ঞান সম্পর্কে। কত মহৎ, কত মূল্যবান, কত মহান শব্দে জ্ঞানের আলোচনা করা হয়েছে কুরআনে। আল্লাহ তায়ালা বলেন, 'আল্লাহ নিজে এ কথা সাক্ষ্য দেন, ফেরেশতা ও জ্ঞানীগণও সাক্ষ্য দেন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি ন্যায়নীতির উপর প্রতিষ্ঠিত, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই। তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়।' দেখুন আল্লাহ কীভাবে তাঁর একত্ববাদের উপর আলেম-জ্ঞানীদের সাক্ষী রেখেছেন। তিনি সাক্ষী হওয়ার ক্ষেত্রে আলেম ও জ্ঞানীদের সাথে একত্ববাদে বিশ্বাসী অন্যান্য মানুষকে সম্পৃক্ত করেননি। যেদিন আল্লাহ তাঁর একক হওয়ার বিষয়ে সাক্ষ্য চাইবেন, সেদিন তার সামনে সাক্ষ্য দেয়ার চাইতে মহৎ বিষয় আর কী হবে?