‘হক’ আমাদের জীবনের পরম আরাধ্য। আমরা ইবাদত করি ‘আল হক’ আল্লাহর। মেনে চলি তাঁর হক রাসূলকে। আমরা চাই আমাদের জীবন হয়ে উঠুক হকের প্রতিবিম্ব। মৃত্যুও যেন হয় হকের ওপর। এই গ্রন্থটি শুধু জ্ঞানের আলো বিতরণই করে না, বরং অন্তরকে আলোকিত করে হকের পথে দৃঢ় থাকার প্রেরণা জোগায়। এটি এমন এক গাইড যা পাঠকদের সত্যের অনুসন্ধানে দৃঢ় সংকল্পবদ্ধ হতে শেখায়।