"ফুলকে ছিঁড়ে খুঁড়ে ছুঁড়ে ফেলা পশুর কাজ। আমাকে কি আপনার পশু মনে হয়?" "আমি ফুল না। আমি আবর্জনা। আমি দুনিয়ার বুকে বেঁচে অক্সিজেন নষ্ট করা এক জঞ্জাল। যাকে ছুঁড়ে ফেলে দিতে হয়। এতো যত্ন করতে হয়না।" "আমার চোখ দিয়ে দেখুন। নিজেকে দুনিয়ার সবচেয়ে মূল্যবান, সবচেয়ে পবিত্র মানুষ রূপে আবিষ্কার করবেন।" "আর কত ইমরান? তোর চোখ দিয়ে দেখতে দেখতেই তো আমার মতো একজনকে এখনও বাঁচিয়ে রেখেছিস। নইলে কবেই তো এই কুৎসিত দুনিয়া থেকে বিদায় নিতাম। আমি যে একজন....."