দুজন নর-নারীর রিলেশনশিপে থাকার গল্প। ছোটবেলা থেকেই ওরা একে অন্যের কাছে খোলা বইয়ের মত। তাবশীর আর ঈউশা। পরস্পরের শৈশবের বন্ধু, কৈশোরের উদ্দীপনা আর যৌবনের আকর্ষণ। বেড়ে উঠেছে পরস্পরের পরিপূরক হয়ে। দুজনেরই ফেসবুক ইনফো-তে সবসময় লেখা থাকে - ইন এ রিলেশনশিপ। পরিবার বা কলেজ সর্বত্র ওপেন সিক্রেটের মতোই ওদের সম্পর্কটা। একদিন কলেজেরই একটি রিলেশনশিপের মর্মান্তিক পরিণতি দেখে বান্ধবী তাবশীর মানসিকভাবে প্রচণ্ড হোঁচট খায়। রিলেশনশিপের দাবি নিয়ে মনে প্রশ্ন জাগে। বদলে যায় মানসিকতা। পরিবর্তিত চোখে তাবশীর উপলদ্ধি করে নতুন জীবনদর্শন। ছেলেটা তাবশীরের এই পরিবর্তন মেনে নিতে পারেনা। ফলাফল ঝগড়া অতঃপর, বিচ্ছেদ। জীবনের একটি বাঁকে এসে ঈউশারও ঝাঁকি খাবার মতো অনুভূতি হয়। বুঝতে পারে নিজের ভুল। ততদিনে দুজনের মাঝে দাঁড়িয়ে গেছে বিবেকের দুর্ভেদ্য দেয়াল। উঠতি বয়সী দুই তরুন-তরুণীর বিবেকের দংশন আর মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে চলে কাহিনী। যখন ওরা ভুল শুধরে পরিশোধিত জীবনে ফিরতে চায় তখনই কঠোর বাস্তবতা ওদের চারদিকে তুলে দেয় শত নিয়মের বেড়া। দ্বারস্থ হয় সকল অটুট রিলেশনশিপের স্রষ্টার কাছে।
Fb te posilam onek age ,boi kinte pari nai,ekhon e book nilam.Khub pochnder boi
Read all reviews on the Boitoi app
খুব খুব সুন্দর হয়েছে।সত্য আপনার লেখা পড়লে এত প্রশান্তি পাই❤️❤️❤।এমন লেখা আরো চাই লেখিকা আপু🥰
বই ডাউনলোড করতে পারছি না
গল্পটা খুবই ভালো লাগলো । সামাজিক অবক্ষয় আর এর প্রতিকার এর চিত্র অসাধারণ ভাবে ফুটে উঠেছে এই লেখায়। পবিত্র কুরআন এ বর্ণিত ঘটনা গুলোর আসল অর্থ বোঝা খুবই কঠিন। যারা পড়ে তাদের নিজ নিজ অন্তরের ইমান অনুযায়ী অর্থ করে নেয়। সত্যি বলতে আমরা আসল অর্থ জানতে আগ্রহীই নৈ। আমি খুব ভালো মত হয়তো বোঝাতে পারছি না তবে চেষ্টা করছি..... শেষের দিকের ঘটনার পরস্পরা বিশ্বাস স্যাক্রিফাইস.... অনেক নিগূঢ় অর্থ কে উন্মোচিত করেছে যা আমিও অবগত ছিলাম না। আশা রাখি অন্যান্য পাঠক তা বুঝতে পারবেন। অসাধারণ এই গল্পটা সকলকে পড়ার আহবান রইলো ।
আমার মনে হয় ওদের বিবাহ পরবর্তী জীবন নিয়ে আর একটি ই-বুক আাসা উচিত।বিয়ের আগের অবৈধ সম্পর্কগুলো তো সব গল্পেই থাকে বিবাহ পরবর্তী হালাল সৌন্দর্য ও উপস্থাপন করা উচিত।