গল্পের শক্তিই পারে যেকোনো সাধারণ জিনিসকে বিশেষ ও মূল্যবান করে তুলতে। কিন্তু কীভাবে? জসুয়া গ্লেন এবং রব ওয়াকার তাদের বই সিগনিফিকেন্ট অবজেক্টস-এ একটি বিশেষ পরীক্ষার কথা উল্লেখ করেছেন। পরীক্ষা করার উদ্দেশ্য ছিল— “কোনো বস্তু মানুষের কাছে আবেগিক বা অর্থমূল্য পায় মূলত তার সঙ্গে যুক্ত গল্পের কারণে।” এই তত্ত্ব যাচাই করতে তারা বিভিন্ন থ্রিফট স্টোর, ফ্লি মার্কেট এবং ইয়ার্ড সেল থেকে গড়ে মাত্র ১ ডলার ২৫ সেন্ট দামে কিছু সাধারণ জিনিস সংগ্রহ করেন। এরপর তারা নামী-অনামী বেশ কিছু লেখককে ভাড়া করেন এবং নির্দেশ দেন প্রতিটি বস্তুকে গুরুত্ব দিয়ে একটি গল্প লিখতে। সবগুলো জিনিস পরে ইবে-তে বিক্রির জন্য তোলা হয়, আর বর্ণনার অংশে লেখকদের লেখা সেই গল্পগুলো যুক্ত করা হয়। অবাক করার মতো ব্যাপার হলো— মাত্র $128.74 মূল্যের এই সাধারণ জিনিসপত্র বিক্রি হয় মোট $3,612.51-এ।