দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায়, রমাদানে ত্রিশ দিন সিয়াম পালন এবং জীবনে একবার হজ সম্পাদন করলেই কি একজন মুসলমানের দায়িত্ব শেষ হয়ে যায়? অনেকেই এমন ধারণা নিয়ে জীবনযাপন করে থাকেন। কিন্তু বাস্তবতা কি সত্যিই এমন? তাহলে ইসলাম কী চায়? একজন মুসলমানের মধ্যে কী কী গুণাবলি থাকা প্রয়োজন? কী করলে একজন মানুষ সত্যিকারের মুমিন হিসেবে পরিগণিত হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে ইসলাম যে দৃষ্টিতে একজন মানুষকে দেখতে চায়, সেই আদর্শ ও বৈশিষ্ট্যগুলো জানতে হবে। এই বিষয়গুলোর পূর্ণাঙ্গ ব্যাখ্যা রয়েছে ‘ইসলাম আপনাকে যেভাবে দেখতে চায়’ বইটিতে।