"অর্কের ছোটোপাখি" আমার পূর্বের লেখা উপন্যাস "একদিন বিকালে সকাল হয়েছিল" এর পরের অংশ। এখানে রোমিসা আর অর্কের জীবনের বিস্তারিত দেওয়া হয়েছে। পূর্বের সকল চরিত্রগুলোরও ছোটো ছোটো অংশ আছে। পাঠক বহু সময় ধরে এটার অপেক্ষায় ছিলেন। আপনাদের এত অপেক্ষা করানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখীত।
গল্পটা ভালো ছিলো। কাহিনি, চরিত্র সবই ঠিক ছিলো। কিন্তু সবচেয়ে বিরক্তিকর ছিলো চোখে পড়ার মতো ভুলগুলো। লেখকের প্রায় সব লেখাই আমি পড়েছি। এমনটি কখনো হয় না সাথীর লেখায়। কিন্তু এই গল্পে এত এত ভুল যে কি বলব। সম্পাদনায় প্রচুর ঘাটতি ছিলো। যা প্রায় প্রতিটি পর্বে পড়ার ফ্লো নষ্ট করেছে। আর গল্পটা এত না টানলেও চলত। শেষ করে তৃতীয় পার্টের কথা পড়াে কেন জানি সত্যি ভালো লাগলো না। সত্যি বলতে কিছু জিনিস সময়মতো ও পরিমাণ মতো হলেই ভালো হয়।
Read all reviews on the Boitoi app