আপনার যদি দীর্ঘদিনের কোনো স্বপ্ন বা লক্ষ্য থাকে যাকে আপনি বাস্তবে রুপ দিতে চান, তাহলে গাজী মিজানুর রহমানের লেখা ‘তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে’বইটি আপনার জন্য। আমাদের চারপাশে মোটিভেশনের অভাব নেই। তবে সফলতা আসার আগ পর্যন্ত সেই মোটিভেশন ধরে রাখতে হলে কোন পথে এগুতে হবে, নিজেকে কিভাবে তৈরি করতে হবে- তা খুব সাবলীল ভাষায় লেখক তুলে ধরেছেন। স্বপ্ন ও লক্ষ্যের পার্থক্য, নিজের লক্ষ্যে ফোকাস রাখা, ক্যারিয়ার গড়ার নিয়ম-কানুন এবং সর্বোপরি ভালো মানুষ হওয়ার দিকনির্দেশনা - সবমিলিয়ে মোটিভেশনের কমপ্লিট প্যাকেজ এই বইটি।