নাজিয়া মনে মনে বললো, এই প্রশ্নের উত্তর আমি দেবো না আপনাকে। দিলেই ঝগড়া বাঁধবে।আমি চাই না আমাদের মাঝে আর ঝগড়া হোক।আমি ঠিক করে নিয়েছি আমি আপনাকে ভালোবাসবো। যে আমার সব ভালো থাকার খেয়াল করছে, তাকে ভালোবেসে সব শোধ করে দেবো। তাই আপাতত আপনার সব নেগেটিভ ব্যাপারকে আমি ইগনোর মুডে রেখেছি।
বইটা ভাল ছিল, কিন্তু নাজি আর উপর এত্ত বিরক্ত লেগেছে, ইচ্ছা করছে পাইলে দুইটা থাপ্পড় দিতাম, তারপরও খুব মজার ছিল বই টা
Read all reviews on the Boitoi app
উফফ কি মারাত্মক সুন্দর, এক বসাতেই শেষ করে উঠলাম! আয়ান, রায়ান, নাজিয়া, বীথি, কাকে রেখে কার কথা বলি, অসাধারণ!
গল্পটা নাজিয়ার।গল্পটা ভালোবাসার এবং ভালোথাকার। নাজিয়ার নায়ক আয়ানকে আপনি ডুবে ডুবে এবং প্রকাশ্যে ভালোবেসে ফেলবেন-ফেলবেনই।তৃধা আপুর লেখা আমি অনেক পড়িনি। এখন খুঁজে খুঁজে পড়বো। ধন্যবাদ লেখক আপু। নায়াকে একবার পড়তে শুরু করে পুরোটা কাজ বাদ দিয়ে পড়েছি।
Golpo ta vlo .. mone Holo khub joldi sesh Hoye gelo
অসম্ভব ভালো লাগছে