২০২৪ সালের ৩৬ জুলাই বা ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে এক নতুন বাংলাদেশের যে সূচনা হয়েছে সেই বাংলাদেশের কারিগর জেনারেশন জুমারস বা জেন জি। এই বইটি লেখকের দিনলিপি যেখানে ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত লেখকের চোখে দেখা যাবে রক্তাত্ত জুলাইয়ের ঘটনা যা কালের পরিক্রমায় ইতিহাস হিসেবে সাক্ষী দিবে।