একই আকাশের নিচে, একই সূর্যের আলোয় স্নান করে, একই জলবায়ুর বাতাস ও পানি গ্রহণ করে, এবং একই মাটির ফসল খেয়ে পৃথিবীর সব প্রাণী নিজেদের জীবন চালায়। তবে আশ্চর্যের বিষয় হলো, মানুষের স্বভাব, চরিত্র, আহার, নিদ্রা, যৌনতা, অভ্যাস এবং শারীরিক গঠনে অন্য প্রাণীদের তুলনায় অনেক বৈচিত্র্য ও অমিল দেখা যায়। বিজ্ঞানীদের মতে, অন্যান্য প্রাণীর সঙ্গে তুলনা করলে মানুষ যেন প্রকৃতির এক বড়ো ব্যতিক্রম। পৃথিবীর পরিবেশের সঙ্গে মানুষের জীবনযাত্রা একেবারেই খাপ খায় না বা মানানসই নয়। যদিও বিজ্ঞানীরা এখনো নিশ্চিত করে বলতে পারেননি মানুষ কোথায় সৃষ্টি হয়েছে, তবে তাদের বিশ্বাস, এমন এক স্থানে মানুষের সৃষ্টি হয়েছে যা পৃথিবীর পরিবেশের মতো নয়। এই বইতে এমনই রহস্যময় ও কৌতূহল উদ্রেককারী প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে।