“অপরিণত কবিরা শুধুই অনুকরণ করেন, কিন্তু পরিণত কবিরা চুরি করেন। দুর্বল কবি যা গ্রহণ করেন তা নষ্ট করে ফেলেন, অথচ দক্ষ কবি যা গ্রহণ করেন তা উন্নততর করে তোলে বা সম্পূর্ণ ভিন্ন কিছু সৃষ্টি করেন। সত্যিকারের ভালো কবি তার চুরি করা জিনিসকে এমনভাবে রূপ দেন যে তা একেবারে অনন্য হয়ে ওঠে, যার সাথে মূল উৎসের তুলনা চলে না।” – টি. এস. এলিয়ট