এ গল্পটা অবশ্যই একজন গোয়েন্দারও, যে কিনা কেটে দিতে চায় মহান যানামুনেবার বিরুদ্ধে জেগে ওঠা সকল মাথা। থামাতে চায় বেড়ে ওঠা দানবকে। এ গল্পটা কী একজন নির্বাসিত লেখকেরও না যে শব্দে শব্দে তৈরি করে বিভীষিকাময় আলোকবর্তিকা? বাটিনামা ফ্যান্টাসির হাত ধরে মূলত মানুষের গল্প বলে। আঁকে এক মহাকাব্যিক যাত্রার। যে যাত্রায়, সুসদ্বীপের এক সরলপ্রাণ দানব দাঁড়ায় মাথা ছাড়িয়ে সকলকে। যে মারাদাহ কন্যার প্রণয়, সুখস্বর্গ ছেড়ে এসে পা দেয় স্বৈরাচারের লেজে। কিন্তু সে কী জানে, যে ছেড়ে আসে নিশ্চিত প্রণয়, সুখ, পা বাড়ায় সংগ্রামে, তাকে মহাকাল করে কুর্ণিশ?