"তুমি আমায় মৃত্যু দিলেও আমি তোমায় ভালোবেসে মৃত্যু গ্রহণ করবো।"
#রিভিউ #মিরার সংসার (এই ই-বুকটা পড়ার অনেক দিনের শখ ছিলো আপু বাট সেই শখ তুমি পূরণ করলে🥹🫶) ফেইসবুকে যখন রিহান-মিরাকে নিয়ে গল্প পড়ি সেই থেকেই এই জুটিটা আমার ইমোশন এত্ত ভালো লাগতো এদের দুষ্টুমিষ্টি প্রেমে, ঝগড়াঝাটি উফ বলে বুঝাতে পারবো না। এটা আমার পড়া বেস্ট কাজিন রিলেটেড গল্প। গল্পের প্রত্যেকটা কাহিনি প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা নাম জোশ৷ গল্পটা একেবারে সাধারণ কিন্তু এই সাধারণ গল্পের মাঝেও অসাধারণ সৌন্দর্য বিরাজ করছে। গল্পটা প্রতি পদে পদে মুগ্ধ করেছে আমায়। এত সাধারণ একটা গল্প বাট গল্পের কাহিনি গুলো অসাধারণ। সামাজিক, পারিবারিক সব মিলিয়ে এক চিমটি কল্পনার ছোঁয়া বাস্তবের মিশ্রণে অসম্ভব সুন্দর একটা গল্প। গল্প নিয়ে যতই লিখবো কম হবে আপু তাও এই টুকুই লিখলাম🤍🕊️ এই ই-বুকটা পড়ার ইচ্ছে অনেক দিনের সেই ইচ্ছে তুমি পূরণ করলে জান্নাতাপু তোমাকে এত্তগুলা ভালোবাসা এত্ত কিউট একটা গল্প গিফট করার জন্য❤️🥀 ধন্যবাদ দিয়ে ছোট করবো না তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো জান্নাতাপু তোমার লেখালেখির যাত্রা আরও দীর্ঘ হোক……✍️✍️
Read all reviews on the Boitoi app
বইটি চমৎকার। জান্নাত সুলতানা আপুর লেখনি দারুণ। বইটি পড়তে অনেক ভালো লেগেছে 🌼।
রিহান-মিরা জুটির মধ্যে দিয়ে তোমার সাথে আমার পথ চলা শুরু। অনেক সুন্দর লিখেছো এই উপন্যাসটাও অনেকটা বাস্তবিক কাহিনী। তবে এই কাহিনীতে দৃষ্টান্ত হচ্ছে "আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না"। আরেকটা ব্যাপার হচ্ছে সব থেকে বেশি কষ্টের নিজের আপন মানুষদের বিশ্বাসঘাতকতা। যেভাবে রিহান ঠকে গিয়েছিলো তবে সব মিলিয়ে অনেক সুন্দর ছিলো এই ভাবেই এগিয়ে যাও সবসময় তোমার পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো বোনু। তোমার জন্য দোয়া,ভালোবাসা এবং শুভ কামনা রইলো 🥰🥰
ধন্যবাদ আপু এতো সুন্দর সুন্দর বই আমাদের উপহার দেয়ার জন্য ❤️
Valo lagce 🥰❣️
অনেক অনেক সুন্দর হয়েছে আপু। 🥰 ধন্যবাদ তোমাকে আপু।🥰💖
Just osadaron ❤️😘❤️❤️❤️❤️❤️
এক কথায় অসাধারণ হয়েছে আপু
সুন্দর হয়েছে