সে কি জানে, তার আঁধারে তলিত হৃদয়কে আন্দোলিত করার প্রয়াসে মগ্ন এক পুরুষের মনে জ্বলতে থাকা প্রেমের প্রদীপটুকুও সে নিভিয়ে ফেলে বারংবার? অভিমানের পাহাড়ে চাপা পড়ে যায় ভালোবাসা নামক সুখপাখিটা। তার কারণে প্রেমিক পুরুষের দুই কাঁধে ভর হতে থাকে বিষাদ নামক ভার। নবনীতা এমনই একজন যার কঠিন মনের দেয়াল ভেঙে অনিন্দ্যর ভালোবাসাগুলো উঁকিঝুঁকি দিয়ে উঠতে পারে না। অনিন্দ্য আঁধার রাতে নবনীতার সাহসের শক্ত বলয় হলেও দিনের আলোয় নিজের ভালোবাসা ব্যক্ত করতে পারে না সে। প্রেয়সীর অনবরত রূঢ়তায় প্রেমিক পুরুষটির মন ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে বিষাদে, তিক্ততায়। আচ্ছা, নবনীতা কি কোনদিন অনিন্দ্যর ভালোবাসা উপলব্ধি করতে পারবে? উপসংহারে কি সন্ধি আসবে? না কি নিয়ে আসবে ভাঙ্গনের সুর?
"আমার পড়া প্রথম ই বুক ছিল এটা..আপুর গল্প সবসময়ই সেরা..আর এই গল্প টা আমার পড়া স্পেশাল গল্পের লিস্টে ফেলে দিয়েছি...ভেবেছিলাম আস্তে ধীরে পড়ব কিন্তু ভাবতে ভাবতেই এক রাতে সব পড়ে ফেলেছি..আর অনিন্দ্য তো জাস্ট উফফ..আর নবর উপর রাগ লাগলেও মেয়েটা অনেকটা আমার মতো ঘাড় ত্যাড়া..তাই আর ওরে কিছু না বলি🤭আর নাফিসা আপুর গল্প মানেই ওয়াও"
ই-বুকটা পড়ে শেষ করেছি অনেক আগে কিন্তু এটা নিয়ে কিছু বলা হয়নি। এতো সুন্দর ই-বুক ভাইইই এখনো মনে গেঁথে আছে আমার। বাস্তবিক একটি উপন্যাস; টিনেজারদের অতিরিক্ত আবেগের পরিনতি, পারিপার্শ্বিক পরিবেশ, পরিবার-সমাজ এর প্রতিক্রিয়া সব সহজেই ফুটে উঠেছে লেখিকার গুছানো সুন্দর লেখনীতে। শুরুতে একটু বোরিং লাগছিল ঠিকই কিন্তু সময়ের সাথে কেটে গিয়েছে। নব আর প্রান্তর ফ্রেন্ডশিপ মোটামুটি ভালো লেগেছে। কিন্তু নবনীর উপর পুরো ই-বুক জুড়ে মেজাজ খারাপ হয়েছে। উঠতে বসতে বকেছি এই আজব কিসিমের ছাগলকে। এখন যে লিখছি তা-ও রাগ লাগছে... Ugh! এই ছাগল কিভাবে অনিন্দ্যর মতো একজনকে না চাইতেই পেয়ে গেল তাই আমার মাথায় ঢুকে না। অনিন্দ্য কবীর এক কথায় অসাধারণ, অতুলনীয়, দায়িত্বশীল, ব্যক্তিত্বসম্পন্ন ভালো মনের মানুষ, ছেলে, ভাই ও স্বামী। পুরো হাসবেন্ড ম্যাটেরিয়াল পুরুষ!! আর নব? ও তো একটা পিওর গাধা! আর আমার প্রিয় দৃশ্য: যখন অনি নবর গালে তবলা বাজায়!! তখন আমি পৈশাচিক শান্তি পাচ্ছিলাম। 'উপসংহারে সন্ধি মিলে' পড়ার পর আরেকটা জিনিস রিয়েলাইজ করলাম যে অতীত নিয়ে পড়ে থাকা বা ভুলতে না পারার ভয়াবহতা। এটা নিজের মানসিক শান্তির সাথে সাথে বর্তমান ও নষ্ট করে। তবে এর থেকে নবনীর হিলিং জার্নিটাতে অনিন্দ্যর ফুল সাপোর্ট আমাকে মুগ্ধ করেছে। অনিন্দ্য কবীর বুঝিয়েছে যে এমন নিঃস্বার্থভাবেও ভালোবাসা যায়।🤎
Read all reviews on the Boitoi app
ভীষণ সুন্দর একটা গল্প। একটানা পড়ে শেষ করেছি। অনিন্দ্য চরিত্রটা অসাধারণ!
বহুদিন পর বিয়ের পর ভালোবাসা এর রিয়েল ভাইবওয়ালা একটা ইবুক পড়লাম! যেখানে হট করেই নায়ক বা নায়িকা প্রেমে পড়ে যায় না, সম্পর্কের সমীকরণ টা এত সূক্ষ্মভাবে দেখানো হয়েছে উফফ! দারুণ! অনিন্দ্য প্রত্যেকে মেয়ের জীবনের ড্রীম হাজবেন্ড! নবনীতা কে আমার প্রথমে খুব ই অসহ্য লেগেছিল,শেষ এ এসে করুণা হয়েছে! কিন্তু ওর হিলিং হ্ওয়ার জার্নিটা ভীষণ সুন্দর ভাবে নাফিসা ফুটিয়ে তুলছে! চমৎকার ❤️
আমার পড়া প্রথম ই বুক ছিল এটা..আপুর গল্প সবসময়ই সেরা..আর এই গল্প টা আমার পড়া স্পেশাল গল্পের লিস্টে ফেলে দিয়েছি...ভেবেছিলাম আস্তে ধীরে পড়ব কিন্তু ভাবতে ভাবতেই এক রাতে সব পড়ে ফেলেছি..আর অনিন্দ্য তো জাস্ট উফফ..আর নবর উপর রাগ লাগলেও মেয়েটা অনেকটা আমার মতো ঘাড় ত্যাড়া..তাই আর ওরে কিছু না বলি🤭আর নাফিসা আপুর গল্প মানেই ওয়াও
বেস্ট বেস্ট ভাইইইই এত সুন্দর ছিলো বিশেষ করে আন্দিদ্য কেরেক্টার টা উফফফফফ। এই ছেলে টা মাথা খারাপ করে দিছিলো।😩 আর নবনী কেরেক্টার ছিলো সব বেশি বিরিক্তকর ছিলো। আই ওয়িল এগেইন সে দেট উ ডোন্ট ডিসার্ভ আন্দিন্য🙂
দারুণ দারুণ দারুণ নাফিসা আপুর গল্প মানেই যেন অন্যরকম অনুভূতির সাথে সাক্ষাৎ।