সেকুলারিজম নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। এখনও চলছে। সেকুলারিজমের কোনো একহারা চেহারাও নেই। বিভিন্ন দেশে এর বিভিন্ন রূপ। কোথাও সেকুলারিজম ধর্মের মুখোমুখি হয়েছে। কোথাও ধর্মের সাথে আপস ও সমঝোতার পথে অগ্রসর হয়েছে। কোথাও সেকুলারিজম ধর্মের চরিত্র নিয়েছে। কোথাও ধর্ম সেকুলারিজমের পোশাক গায়ে জড়িয়েছে। সেকুলারিজম মানুষের মুক্তির কথা বলেছিল। সেটা না করে সেকুলারিজম বহু জায়গায় ক্ষমতার রাজনীতি করেছে। অসংগতভাবে ধর্মকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের টুলস হিসেবে কাজ করেছে। যার ফলে আরাধ্য মুক্তি আসেনি।
বইটাতে সেক্যুলারিজম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। সাথে সাথে বাংলাদেশে বামপন্থার উত্থান নিয়ে ও আলোকপাত করা হয়েছে
Read all reviews on the Boitoi app