বিয়ের আসরে বসে আছে ধৃতি। তার সামনেই বরবেশে বসে আছে আকাশ। কাজি সাহেব বিয়ে পড়িয়ে যাচ্ছেন। আকাশ অবাক দৃষ্টিতে ধৃতির দিকে তাকিয়ে আছে। আকাশ একটা দীর্ঘ শ্বাস ফেলে। কিছুটা হতাশার সাথেই বলে, "শেষবারের মতো ভেবে নাও ধৃতি। তুমি কি আসলেই এই বিয়েটা করতে চাও?” ধৃতি আত্মবিশ্বাস নিয়ে বলে, “হ্যাঁ, চাই। এই বিষয়ে কোন সন্দেহ নেই।” কাজি সাহেব বলে ওঠেন, “তাহলে মা, এবার কবুল বলো।” ধৃতি কবুল বলতেই যাবে এমন সময় বিয়ের আসরে উপস্থিত হয় আরশাদ পাটোয়ারী। এসেই বেশ জোরেশোরে শব্দ করে বলে ওঠে, “তুমি কবুল বলবে না ধৃতি.. যদি কবুল বলো সেটা শুধু আর শুধু আমার জন্য। অন্য কারো জন্য নয়।” ধৃতি, আকাশ দুজনেই অবাক চোখে তাকায় সামনের দিকে। আরশাদ ধীর পায়ে এগিয়ে এসে বলে, “ বিয়ের আসর থেকে উঠে বসো। এই বিয়ে হবে না। তুমি শুধু আমার ধৃতি। অন্য কাউকে তুমি বিয়ে করবে না।”